নাটোরের বাগাতিপাড়ায় নাব্যতা ফিরিয়ে এনে নদীতে পানি সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণসাক্ষার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার দয়রামপুর, জামনগর ও তামালতলায় জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখার একর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
এই সময় বক্তরা, বড়াল-নারদ-মুসাখা ও চিকনাই নদীকে দলখমুক্ত করে নদীর নাব্যতা ও প্রবাহমান অবস্থা তৈরি এবং তার ভিতরের সকল বাঁধ অপসারন করে তার সংলগ্ন খাল-বিল, পুকুরে পানি ধারণ করে ভুগর্ভস্থ পানির শূন্যতা রোধ করে উপরিভাগের পানি ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, লালপুর উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, লালপুর উপজেলা যুব মৈত্রীর সভাপতি আরিফুল ইসলাম, লালপুর উপজেলা ছাত্র মৈত্রীর সভাপতি তরিকুল ইসলাম শিবলু প্রমূখ।