লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ - লালপুর বার্তা
    শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

    লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ

    Reporter Name
    • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
    • ৩২০ Time View

    ফারহানুর রহমান রবিন: লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ও বিএনপি জামায়াতে অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, দেশ বিরোধী ষড়যন্ত্র ও অযোক্তিক তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রতিবাদে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকেলে দুড়দুড়ীয়া ইউনিয়নের বেরিলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রভাষক আমজাদ হোসেন।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান, লালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক পলাশ, লালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর জামান শহিদ, জালাল উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় বেরিলাবাড়ি থেকে একটি র‍্যালি বের হয়ে জামতলা হয়ে হয়ে আবার বেরিলা বাড়িতে এসে শেষ হয়।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published.

    এই বিভাগের আরও খবর
    © সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
    Theme Customized BY WooHostBD