নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবিতা (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গৌরীপুর গ্রামের এঘটনা ঘটে। মৃত সবিতা উপজেলার ভাটপাড়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, সবিতা তার মেয়ে বাবলীকে নিয়ে গৌরীপুর গ্রামের আনিসুর রহমান মন্টুর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গোসল শেষে ভেজা কাপড় বাড়ির উঠানে কাপড় শুকানোর জন্য লোহার তারে মেলে দিতে গিলে হঠাৎ করে কাঁপতে থাকেন। এসময় তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবিতার হাত ও পেট থেকে ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষনিকভাবে বাড়ির বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।