আব্দুর রশিদ (মাস্টার): প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার আস্তিক পাড়ায় গ্রামে উঠান বৈঠক করেছে পাকা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের আস্তিকপাড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আস্তিকপাড়া মসজিদের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি (অবঃ) লে. কর্নেল রমজান আলী সরকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলীসহ সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা । উঠান বৈঠকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন। এবং আগামীতেও এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হন।