স্টাফ রিপোর্টার: নাটোরের বাগাতিপাড়া বাঁশবাড়িয়া উদয়ন সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২শরা অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া উদয়ন সংঘ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বাঁশবাড়িয়া ভাই ভাই ফুটবল একাদশ জয়ী হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্নেল (অবঃ) রমজান আলী সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপত মোঃ নবাব আলী, পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম মিলন, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মাজিদ বুলু, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ সজল প্রমুখ।