ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর)বিকেলে উপজেলা ওয়ার্কাস পার্টি উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নর্থ বেঙ্গল সুগার মিলস্ শহীদ মিনার চত্বর এলাকা থেকে শুরু হয়ে গোপালপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজার রিক্সা স্ট্যান্ডে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা
ওয়ার্কাস পার্টি সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, লালপুর থানা ওয়ার্কাস পার্টি সভাপতি বাবু সুকুমার সরকার,সাংগঠনিক সম্পাদক কমরেড আব্দুস সামাদ, লালপুর থানা জাতীয় কৃষস সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ।