ফারহানুর রহমান রবিন: বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ১৫ বছর উপলক্ষে বাগাতিপাড়ায় উন্নয়ন প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৪ই অক্টোবর) শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর, মাঝপাড়া ও জামনগর বাজারে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ পথসভা ও উন্নয়ন প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক।
এসময় আতিকুল হক আতিকের নেতৃত্বে প্রচার মিছিল বাজার গুলোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আড়বাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ২ নং জামনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণত সম্পাদক আব্দুর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক, সাদেক হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সামাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ এলাকার যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।