স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে বিএনপি-জামায়াতের অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকার দাবিতে দেশে অব্যাহত হরতাল- অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে লালপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক।
শান্তি সমাবেশে আতিকুল হক আতিক বলেন, বিএনপি-জামায়াতের অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী যে কথিত হরতাল-অবরোধ তা জনগণ প্রত্যাখ্যান করেছে। এরপরেও যদি বিএনপি-জামায়াত কোন রকম নাশকতার চেষ্টা করে তবে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা আবারো জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় বিজয়ী করেই ছাড়বো ইনশাল্লাহ। শান্তি সমাবেশের পূর্বে আতিকুল হক আতিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।