‘আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে শুধু লালপুর নয়, বাংলাদেশসহ সারা পৃথিবী জয় করবে। আমাদের প্রত্যাশা তারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে।’ নাটোরের লালপুরে বীর মুুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ এ কথা বলেন।
শনিবার (২ ডিসেম্বর ২০২৩) উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৪৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বিভাগের সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি-২০২৩ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, মুুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, প্রাকীর্তি ফাউন্ডশেনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, লালপুর পাবলিক লাইব্রেরীর সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, হারুনুর রশিদ,প্রাকীর্তি ফাউন্ডশেনের পরিচালক আমিনুল ইসলাম টমি, সুলতানুজ্জামান টিপু, আনোয়ারুল হক, , গোলাম সরোয়ার মিলন, আরিফুল ইসলাম, আদম আলী শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি খাজা মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল প্রমুখ। এছাড়াও অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।