স্টাফ রিপোর্টার: লালপুরে আকস্মিক ভাবে আব্দুলপুর রেলওয়ে জংশনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এর আগমনে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে স্বাগত জানান।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ২০২৪) রাত পৌনে নয়টার দিকে আকস্মিক ভাবে আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর তিতুমীর একপ্রেস ট্রেনে এসে উপস্থিত হন মন্ত্রী।
স্ট্রেশনে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ফুলেল শুভেচছা জানান রেল মন্ত্রী জিল্লুল হাকিমকে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, পুলিশ সুপার তরিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে আবুল কালাম আজাদ এমপি আটটি ট্রেনের বিরতি চেয়ে ডিও লেটার দেন মন্ত্রীকে।