লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সোহেল (৩০) নামে এক যুবককে হত্যা করে ভুট্টার জমিতে লাশ ফেলে রেখেছে দূর্বত্তরা।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার এয়ারপোর্ট মোড় এলাকায় ভুট্টার জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত সোহেল পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়নের ৫নং ইউপি সদস্য খন্দকার আব্দুল মান্নান বলেন, গত রাতে এয়ারপোর্ট মোড়ে সোহেল তার নিজ দোকান থেকে টেলিভিশন মেরামত করে প্বার্শবর্তী শফির বাড়িতে নিয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন লালপুর থানাকে জানায়। পরে মঙ্গলবার সকালে এয়ারপোর্ট মোড়ের দক্ষিণে ভুট্টার জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে দূর্বত্তরা সোহেলকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এঘটনায় শফি ও তার স্ত্রী পালিয়ে গেছে বলে জানান তিনি।
সোহেলের স্ত্রী নাছিমা খাতুন এই হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঘটনাস্থলে গিয়ে সোহেল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।