নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের (২৮ এপ্রিল) দুপুরে ফেলে দেওয়া ছায়ের আগুনে বসত বাড়ির ০৩টি ঘর পুড়ে ছাই। এতে কমপক্ষে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান গৃহকর্তা শুভোল মিস্ত্রী।
দুড়দুড়ীয়া ইউনিয়ন রামকৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমান সদ্দার জানান, বাড়ির সাথে রান্না ঘরের ছাই থেকে আগুনের সূত্রপাতে হয়ে সারা বাড়িতে দ্রুত পড়ে, এতে শ্রী শুভোল মিস্ত্রী ও তার ছেলে শ্রী আনন্দন মিস্ত্রীর ০৩টি টিনের ছাপরা ঘর ও নগদ অর্থ ৩০,০০০/= টাকা ও অন্যান্য মালামালসহ পুরে যায়।
স্থানীয়দের সহযোগিতায় ও লালপুর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।