স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছেন। এঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার মাহাবুল ইসলাম (৩২) ও বজলুর রহমান (৫২)। এবং গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার পিয়ারুল ইসলাম (৪০) ও নয়ন (২৫)।
অভিযোগ সূত্র জানা যায়, গত শনিবার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে জমিতে বাড়ি নির্মাণ করাকে কেন্দ্র করে ভুক্তভোগীকে পিটিয়ে আহত করে পিয়ারুল, গাফফারসহ ১১ জন। পরে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এঘটনায় ভুক্তভোগীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।