ধানের ব্যাকটেরিয়াল পেনিকাল ব্লাইট ব্যাকটেরিয়া জনিত রোগ, উচ্চ তাপমাত্রার কারনে সেই সাথে ঝড়ো বাতাস থাকলে এ রোগ দ্রুত বৃদ্ধি পাই, ধানের পাতায় দাগ দেখা যায় শীষ সাদা হতে থাকে কোন কোন সময়ে সমস্ত জমির ধানে চিটা হয়ে যায়।
দমনঃ- লক্ষন দেখা দেয়া মাএ ১০ লিটার পানি ৬০ গ্রাম পটাশ সার, ৬০ গ্রাম সালফার, ২০ গ্রাম দস্তা দিয়ে এবং ব্যাকট্রোবান ৬ গ্রাম দিয়ে স্প্রে করতে হবে ৫দিন পরপর ২/৩ বার, ইউরিয়া প্রয়োগ বন্ধ রাখতে হবে।
ফিয়াক সেন্টার, লালপুর
০১৭১২১৬৩৪৪০,০১৭১৭৫৪৯১৯০