বাগাতিপাড়ায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে গত শনিবার (৪ সেপ্টেম্বর ) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দয়ারামপুর ইউনিয়নে ইঞ্জি. মোঃ আবু হানিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক আনেছ আলী সঞ্চালনায় বকুল কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন পৃষ্ঠপোষক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিদ্দিকুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন , রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ নাজিম উদ্দীন , বাগাতিপাড়া উপজেলা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, নাটোর জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ সরকার , বাশবাড়িয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ইব্রাহীম খলীল, মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. ইসমত আলী সহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।