নাটোরের বাগাতিপাড়ায় টানা ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেন নাটোর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেদ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল।
চা স্টলে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছে উজ্জ্বল
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে উপজেলায় দয়রামপুর ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের বিভিন্ন বাজারে এগণসংযোগ করেন এই তরুণ আওয়ামী লীগ নেতা।
এসময় আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, ছাত্র জীবন থেকে রাজপথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলাম এখনো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ থেকে অধ্যবদি ক্ষমতায় থাকায় বাংলাদেশের সমস্ত এলাকায় সব সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে গণসংযোগ
জননেত্রী শেখ হাসিনার যে ভীষন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এপ্রজন্মকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি।
এসময় গণসংযোগকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।